সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সীমানা পেরিয়ে সিয়াম

সেরা অভিনেতা হিসেবে পরপর দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সিনেপর্দার এই সময়ের আলোচিত তারকা সিয়াম আহমেদ। গত বছর এই নায়কের ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। চলতি বছরের প্রথম সিনেমাটিও তার। নাম লিখিয়েছেন কলকাতার দুটি সিনেমায়। শিগগিরই শুরু হবে শুটিং। সব মিলিয়ে অনেকটাই যেন ক্যারিয়ারের বসন্ত সময়ে আছেন এই অভিনেতা। লিখেছেন মাসুদুর রহমান
মাসুদুর রহমান
  ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

হালের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ দেশের গন্ডি পেরিয়ে এবার পাড়ি জমিয়েছেন কলকাতায়। প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। তাও আবার একটি নয় দুটি সিনেমায়। তাই এখন তার মনযোগ কলকাতার সিনেমা নিয়ে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হবে একটি সিনেমার শুটিং। নাম 'প্রতিপক্ষ'। এটি পরিচালনা করছেন সায়ন্ত ঘোষাল। এটি শেষ হলেই লাইট-ক্যামেরায় ফিরবেন আরেকটি নিয়ে। চরিত্রের মহড়াসহ সিনেমার প্রাথমিক কিছু কাজ শেষে সম্প্রতি কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন সিয়াম। সায়ন্ত ঘোষাল পরিচালিত সিনেমাতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন আয়ুশী তালুকদার। জানা গেছে, এ সিনেমায় একজন সঙ্গীতশিল্পীর চরিত্রে নিজেকে মেলে ধরবেন সিয়াম। তার চরিত্রের নাম ধ্রম্নপদ। জীবনে বিভিন্ন ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। কলকাতা শহরের হোটেল, ক্যাফেগুলোতে গান করতে দেখা যায় ধ্রম্নপদকে। সিয়াম বলেন, 'কলকাতায় এটা আমার প্রথম কাজ। তার আগে কলকাতায় গিয়ে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। সিনেমাটিতে আমার চরিত্রের লুক, সেখানকার পরিস্থিতি, শিল্পীদের সঙ্গে কিছুটা রিহার্সাল করেছি। কলকাতার তরুণরা কি ধরনের গান শুনতে পছন্দ করে সেটা নিজের মধ্যে আয়ত্ব করার চেষ্টা করছি। যাতে চরিত্রটি নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারি। আশা করছি, ফেব্রম্নয়ারি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।' সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং প্রযোজনা করছে কলকাতার শ্যাডো ফিল্মস। সিয়াম-আয়ুশী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন, পূজা চ্যাটার্জি ও প্রসেনজিৎ চ্যাটার্জির মতো বড় মাপের অভিনেতা। মহড়ার সুবাদে টলিউড কিংবদন্তি এই অভিনেতার সঙ্গেও বেশ খানিকটা সময় কাটিয়েছেন সিয়াম। একে-অপরের পেশা ও ব্যক্তিগত নানা বিষয়ে আলাপ করেছেন।

সিয়াম বলেন, 'বুম্বাদার সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পেয়েছি। পেশা ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি আমাদের 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমাটি দর্শকদের দেখতে বলেন, এটা নিয়ে লাইভে কথা বলেছেন। এটা আমাদের জন্য অসম্ভব ভালো লাগার ঘটনা।' ভারতে সিয়ামের প্রথম চুক্তিবদ্ধ হওয়া সিনেমা 'ইন দ্য রিং'। যেটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা অলকা রাঘুরাম। এই সিনেমায় সিয়াম স্ক্রিন শেয়ার করবেন বলিউড তারকা জাভেদ জাফরি ও মিথিলা পালকারের সঙ্গে। সিনেমাটি নির্মিত হবে হিন্দি ও তেলুগু ভাষায়।

কলকাতার সিনেমায় প্রথমবারের মতো যুক্ত হলেও দেশের সিনেপর্দায় সিয়াম কাজ করছেন ২০১৮ সাল থেকে। তার প্রথম সিনেমা ছিল রায়হান রাফি পরিচালিত 'পোড়ামন-২'। এরপর কাজ করেন একই পরিচালকের 'দহন' সিনেমায়। তৌকীর আহমেদ পরিচালিত ঐতিহাসিক ভাষা আন্দোলনের 'ফাগুন হাওয়ায়' সিনেমায়। ক্যারিয়ারের অল্প সময়ে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ইতোমত্যে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সুনাম অর্জন করেছেন এই নায়ক। দ্বিতীয়বারের মতো এই জাতীয় সম্মাননা পেতে যাচ্ছেন সিয়াম। সম্প্রতি ২০২১ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। 'মৃধা বনাম মৃধা' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সিয়াম। তবে সিনেমাটি সিয়ামকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেবে, এমন কোনো প্রত্যাশা মোটেও ছিল না। তবে বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। তিনি বলেন, 'আমি কোনো সিনেমা নিয়েই তেমন প্রত্যাশা রাখি না। কারণ, প্রত্যাশা আকাশচুম্বী। অনেক সময় প্রত্যাশার সঙ্গে চাওয়া মেলে না। প্রত্যাশা না রেখে আমি শুধু নিপাট আনন্দ পেতে কাজ করে গেছি। তবে প্রতিটি পুরস্কার কাজের স্বীকৃতি হিসেবে অনুপ্রেরণা জোগায়। দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়ে ভালো লাগছে। তবে 'মৃধা বনাম মৃধা' সিনেমায় তারিক আনাম খান স্যার পুরস্কারটা পেলে আমার সবচেয়ে ভালো লাগত। এই পুরস্কার তার প্রাপ্য। আমার এই পুরস্কারটা আসলে তার জন্যই পেয়েছি। সিনেমার গল্পে বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার দুর্দান্ত অভিনয় পর্দায় একসঙ্গে বাবা-ছেলের রসায়ন এই প্রাপ্তি এনে দিয়েছে। সিনেমাটির গল্পকারসহ পুরো টিম এই পুরস্কারের অংশীদার।'

গত বছরে সিয়াম অভিনীত চারটি সিনেমা 'শান', 'পাপপুণ্য', 'অপারেশন সুন্দরবন' ও 'দামাল' মুক্তি পেয়েছে। বাংলাদেশি সিনেমার এই সময়ে একজন অভিনেতার জন্য এটা নিঃসন্দেহে অনেক বড় ভালো খবর। সিনেমাগুলোতে সিয়ামের অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে। এদিকে চলতি বছরের ২০ জানুয়ারি বছরের প্রথম সিনেমা 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' আলোর মুখ দেখেছে। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম। কিন্তু সিনেমার প্রচারণায় মুক্তির প্রচারণায় দেখা যায়নি সিয়ামকে। কারণ সেই সময়ে তিনি কলকাতায় ছিলেন।

কলকাতা ছাড়াও দেশের একাধিক সিনেমা নিয়ে কথা চলছে সিয়ামের। আসছে ঈদুল ফিতরে মুক্তির তালিকায় রয়েছে এই নায়কের 'অন্তর্জাল' সিনেমাটি। এটি বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। আইসিটি ডিভিশন-এর উদ্যোগে নির্মিত 'অন্তর্জাল' চলচ্চিত্রটি পরিচালনা করছেন দীপংকর দীপন। অন্যদিকে, সিনেপর্দার বাইরে আবারও ওটিটিতে নিজেকে উপস্থাপন করতে চান সিয়াম। গত বছরে সিয়াম-বুবলী অভিনীত 'টান' ওয়েবফিল্মটি ব্যাপক সাড়া ফেলেছিল। সিয়াম আহমেদ বলেন, 'ওটিটির কাজ নিয়ে কথা চলছে। আশা করি, খুব শিগগিরই নতুন খবর আসবে। এর বাইরে দুটি নতুন প্রজেক্ট নিয়ে মিটিং চলছে। সিনেমার গল্প, চরিত্র নিয়ে কথা হচ্ছে। এছাড়া ঈদুল ফিতরে মুক্তি পাবে সাইবার থ্রিলার গল্পের সিনেমা 'অন্তর্জাল'।' নিজের সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও অন্যদের কাজও দেখেন এই তারকা। মানসম্মত সিনেমার প্রশংসা করতেও কার্পণ্য করেন না।

সম্প্রতি মুক্তি পেয়েছে গণঅর্থয়ানের সিনেমা 'সাঁতাও'। খন্দকার সুমন পরিচালিত সিনেমাটি সব দর্শক দেখার আহ্বান জানিয়েছেন এ সিয়াম। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহ্বান জানান তিনি। স্ট্যাটাসের একাংশে সিয়াম আহমেদ লেখেন, 'আমি স্যালুট জানাই 'সাঁতাও' টিমের প্রতিটি মানুষকে, স্যালুট জানাই তাদের প্রচেষ্টা ও চলচ্চিত্রের প্রতি নিবেদনকে। 'সাঁতাও' মুক্তি পেয়েছে। দর্শকদের অনুরোধ করব এমন সিনেমার পাশে দাঁড়াতে, এমন প্রচেষ্টার পাশে দাঁড়াতে। সাঁতাও নাগচে বাহে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে