সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্নিগ্ধ তারকা তাসনিয়া ফারিণ

মাতিয়ার রাফায়েল
  ২২ জুন ২০২৩, ০০:০০
তাসনিয়া ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। অভিনয় দিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়। অথচ এমন অভিনেত্রীর গত ঈদুল ফিতরে মাত্র দুটি নাটক প্রচারিত হওয়ায় ভক্ত-অনুরাগীদের অনেকটাই মন খারাপ ছিল। সেই ভক্ত-অনুরাগীদের মন ভালো করে দিতেই হয়তো এবার কোরবানির ঈদে ইউটিউব চ্যানেলসহ টিভি চ্যানেলে এক ডজন নাটক নিয়ে আসছেন ফারিণ। যেগুলোর নির্মাতাদের আবার প্রত্যেকেই নিজ নিজ কাজ দিয়ে প্রশংসিতও হয়েছেন। এর মধ্যে মোহাম্মদ মিফতা আনান ফারিণকে নিয়ে আসছেন 'ঢাকাইয়া কোরবানি' নাটকে। বাংলাদেশের প্রায় সব কিছুতেই 'ঢাকাইয়া' কথাটির প্রয়োগে এমনিতেই একটা বাড়তি আকর্ষণ আছে। এই বাড়তি আকর্ষণের নতুন রূপ গরুর নাম দেশি-বিদেশি বড় বড় তারকার নাম দেওয়া। কোনোটা ফুটবলার মেসি কোনোটা চিত্রনায়ক শাহরুখ খান, শাকিব খান- এরকম। ঢাকায় কোরবানির গরু নিয়ে যে রকম বিবাদ, ঝগড়াঝাটি, তর্কাতর্কি ও প্রদর্শনীমূলক বাহাস হয় এরই আবহে তৈরি হওয়া নাটকটিতে ফারিণের বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। নাটকটি ঈদে ইউটিউব চ্যানেলের সিএমভি পস্ন্যাটফর্মে প্রচার পাবে বলে জানিয়েছেন ফারিণ। এ ছাড়া ঈদেই আসছে তার 'নিকষ' নামের একটি ওয়েব ফিল্ম। এতে দুই বোনের ব্যতিক্রমী ধারার একটি গল্প উঠে আসবে। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। সময়ের আলোচিত অভিনেত্রী হয়ে ওঠা 'কারগার'খ্যাত তাসনিয়া আরও কিছু ঈদ বিনোদনমূলক নাটকে উপস্থাপিত হচ্ছেন এবার। নাটকগুলোর আরও উলেস্নখযোগ্য নির্মাতা হচ্ছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, রাফাত মজুমদার রিংকু এবং শিহাব শাহীন। মাস কয়েক আগে তাসনিয়ার 'আরও এক পৃথিবী' নামের একটি চলচ্চিত্র মুক্তি পায় কলকাতায়। বেশ সাড়া ফেলে দেওয়া সেই সিনেমাটির পর ভক্তরা আশা করছিলেন এরপর পূর্ণমাত্রাতেই চলচ্চিত্রে আত্মনিয়োগ করবেন তাসনিয়া ফারিণ। ছবিটিতে প্রত্যাশার পারদ এতটাই চড়েছিল যে, সামনে তাসনিয়ার ক্যারিয়ারে আরও বড় কিছুর হাতছানিও দিচ্ছিল। তাতে আরও নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এমনটিই ছিল প্রত্যাশিত। এটা না হওয়ার কারণ সম্পর্কে এ অভিনেত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম আমি অনেক আগেই। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়াতেই সেগুলোতে কাজ করা হয়নি। আর অতনু ঘোষ যখন তার প্রস্তাবটি নিয়ে আসেন তখন দেখলাম আমি তো এমন একটি চ্যালঞ্জিং চরিত্রের অপেক্ষাতেই ছিলাম। শুধু নিজের চরিত্রটিই না, পুরো গল্পটিই পছন্দ হয়ে যায়। কাজেই এখন আমি যে ধরনের গল্পের নাটকে কাজ করছি, যে ধরনের চরিত্রে কাজ করেছি সিনেমায় সেই একই রকম চরিত্র বা গল্প যদি আবারও আমার কাছে আসে তখন তো সেটা আমি চাইতে পারি না। আমি চাই, ব্যতিক্রম চরিত্রে কাজ করতে। সিনেমাটি যেন ব্যতিক্রম কিছু হয়। এখন আমি এমন কাজের অপেক্ষায় আছি- যেটা আমার ক্যারিয়ারের জন্য সেরা কিছু হবে।'

\হতাসনিয়া ফারিণ চলচ্চিত্রেও ভালো করবেন এটা বোঝা যাচ্ছিল তার বেশ কয়টি ওয়েব সিরিজে অভিনয়ের পর। সমসাময়িক অভিনয় শিল্পীদের মধ্যে যারা ওয়েব সিরিজে বা ওয়েবফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তাদের অন্যতম তাসনিয়া ফারিণ। বিশেষ করে 'কারগার' অসম্ভব দর্শকপ্রিয়তা লাভ করেছে। চলচ্চিত্র নির্মাতারা আগ্রহী হয়ে ওঠেন তার প্রতি। ওটিটিতে ভালো চাহিদা আছে তার। কোরবানির ঈদে আসার কথা রয়েছে ফারিণের নতুন ওয়েবফিল্ম 'নিকষ'।ওটিটিতে কাজ করা সম্পর্কে তাসনিয়া বলেন, 'ইতোমধ্যে ওটিটিতে আমার বেশ কিছু কাজ দর্শকদের পছন্দ হয়েছে। এ অবস্থায় আমি চাই, মানসম্মত কাজ করতে। যেসব কাজের কারণে আমার ভক্ত-অনুরাগী তৈরি হয়েছে সেটা যাতে ধরে রাখা যায় এমন কাজই করতে চাই আমি। কাজটি যেন এমন না হয়, ভালো অভিনয় করলাম, কিন্তু গল্পটি নিম্নমানের।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে