রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এখনো উজ্জ্বল আজিজুল হাকিম

মাতিয়ার রাফায়েল
  ১০ আগস্ট ২০২৩, ০০:০০

মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আজিজুল হাকিম বর্তমানে ওয়েবফিল্ম/ওয়েবসিরিজেও সম্পৃক্ত হয়ে আলো ছড়াচ্ছেন। এক সময়ের উজ্জ্বল তারকা আজিজুল হাকিম ওটিটি পস্ন্যাটফর্মেও তারুণ্যের ঝলক দেখানো গতির সঞ্চার করেছেন। এই যেমন- ভিকি জাহেদের দ্য সাইলেন্স ওয়েব সিরিজটির কথাই ধরা যাক। দুর্দান্ত গতিসমৃদ্ধ এ সিরিজের মাধ্যমে তিনি যেন এটাই জানান দিয়ে রাখলেন অভিনয়ের ক্ষেত্রে তিনি এখনো আগের মতোই সিরিয়াস।

দেশের টিভি নাটকে অভিনয় করে যে স্বল্প ক'জন অভিনেতা তারকা দু্যতি ছড়িয়েছেন তাদের অন্যতম। আজিজুল হাকিম। তিনি এমন একজন অভিনেতা যিনি নায়কের চরিত্রে খুব বেশি অভিনয় না করেও পার্শ্ব চরিত্রের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন। তার সময়ের যারা নায়ক চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন, তাদের নামের সঙ্গে আজিজুল হাকিমের নামও চলে আসত অনায়াসে। কখনো কখনো আলোচনায় বেশি উচ্চারিত হতে দেখা গেছে তার নাম।

বর্তমানে তার অভিনয় জীবন কেমন যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হাকিম বলেন, 'এখন আমি নিয়মিতই অভিনয় করছি। বর্তমানে কয়েকটি চলতি ধারাবাহিক নাটকের সঙ্গে আছি। যেগুলো মাছরাঙা, আরটিভিসহ বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার চলছে। ইতোমধ্যে ওটিটিতে আমার ওয়েব সিরিজ ভিকি জাহিদের দ্য সাইলেন্স প্রচারিত হয়েছে। এ ছাড়া নতুন দু'টি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় কাজের জন্যও চুক্তিবদ্ধ হয়েছি। কাজ চলছে মিশুক মনির 'দেয়ালের দেশ' নামে একটি সরকারি অনুদানের সিনেমার। সবমিলিয়েই এখন একটা সুখকর সময় যাচ্ছে আমার।'

আজিজুল হাকিম অভিনয় করলেও আগে যেমন তাকে প্রায় সব একক ও সিরিয়াল নাটকে দেখা যেত এখন আর সেরকম হচ্ছে না। এখন তিনি দেশের একটি অন্যতম সেরা ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটনের হাইটেক ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক হিসেবেও কর্মরত আছেন। যাকে এক সময় নিয়মিতই ছোটপর্দায় দেখা যেত সেই প্রিয়জগৎটি থেকে যেন অনেকটাই দূরে সরে গেলেন। বেসরকারি প্রতিষ্ঠানে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে থেকে অভিনয় করতে সমস্যা হয় না- এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজিজুল হাকিম বলেন, 'আমি এখন যে কাজটি করছি সে কাজটি কি আমার প্রিয় জগৎ নয়? আমি ওয়ালটনের করপোরেট জায়গাটি যেমন এনজয় করছি, তেমনি অভিনয়ও সমান এনজয় করছি। দু'টিই আমার প্রিয় জগৎ। এটা ঠিক আমি যে, শিল্পের কাজ করছি সেটা সেই ছোটবেলা থেকেই করে আসছি এবং সে কারণে সেটা আলাদাভাবে একটা প্রিয় জগৎ তো বটেই তারপরেও এ নিয়ে আমার এমন কোনো আক্ষেপ নেই যে, এই কাজটির (চাকরি) জন্য ওই কাজটি (অভিনয়) কম হচ্ছে বা ওই কাজটির (অভিনয়) জন্য এই কাজে (চাকরি) সময় দিতে পারছি না। ওয়ালটনের কারণে আমার অভিনয় কম করা হচ্ছে এমনও নয়- আমি অভিনয় এবং ওয়ালটনসহ সব কাজ সমন্বয় করেই কাজ করছি। দু'টি কাজই আমি সমান এনজয় করছি। দু'টি কাজই আমার জন্য সম্মানের জায়গা। দু'টি কাজই সমান গুরুত্ব দিয়ে করছি। বিভিন্ন টিভি চ্যানেলে আমার সিরিয়াল নাটকও চলছে। প্রতিদিনই কাজ করছি অলমোস্ট।'

কিন্তু একজন আপাদমস্তক শিল্পী, অভিনেতার নয়টা-পাঁচটার মতো কোনো বাধ্যবাধকতামূলক কাজে ব্যস্ত থাকলে অভিনয়ের মতো জায়গায় স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়? এতে অনেক কাজ ছেড়ে দিতে হয় না? এমন কথায় এই অভিনেতা বলেন, 'না- ওয়ালটনের জন্য যেমন আমার অভিনয়ে কোনো বিঘ্ন ঘটে না- তেমনি অভিনয়ের জন্যও ওয়ালটনের কোনো কাজে সমস্যা হয় না। দু'টি কাজই আমি সমন্বয় করে চলি। শুধু অভিনয় আর ওয়ালটনই নয়, আমার আরও একটি যে জগৎ আছে পরিবার; সেই পরিবার নিয়ে তিনটি কর্মজগৎকেই আমি সমন্বয় করে ভাগ করে নিই। অফিসও আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আমাকে ৯টা-৫টা অফিস করতে হয় না। ওয়ালটন আমার জন্য অনেক ফ্লেক্সিবল জায়গাও। অভিনয় যেমন আমার সম্মানের জায়গা, ওয়ালটনও আমার জন্য সম্মানের জায়গা। দু'টি কাজই আমার সম্মানের জায়গা এবং দু'টি কাজই সমান গুরুত্বের সঙ্গে করছি। এই জব আমার জন্য এমন একটা স্বাচ্ছন্দ্যের জায়গা যে, সে কারণে আমার যে প্রিয় জগৎ অভিনয়, সেটাও অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে পারছি।'

অভিনেতা আজিজুল হাকিম করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে ছিলেন। লাইফ সাপোর্টেও ছিলেন। পরে তিনি শুধু পূর্ণ সুস্থই হননি- সেই সঙ্গে আবার নতুন করে অভিনয়েও ফিরেছেন। অভিনয় করতে থাকেন নতুন নতুন ধারাবাহিক ও ওয়েব সিরিজে। অভিনেতা আজিজুল হাকিম বলেন, 'এ জন্য তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিমও তার সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা। আমার স্ত্রী জিনাত হাকিমও ওয়ালটনের একটি বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। এটা আমাদের জব। অনেকে ভুল ধারণা করেন যে, ওয়ালটন আমাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে- এটা ঠিক নয়। ওয়ালটন পরিবারই আমাদের সম্মানের সঙ্গে প্রস্তাব দিয়ে এখানে জব করার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক সম্মানের।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে