করোনা টিকার ট্রায়ালে অংশ নেওয়ার ১০ দিন পর মৃত্যু হলো ভারতের ভোপালের এক স্বেচ্ছাসেবকের।
করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে টিকা নিয়েছিলেন ৪২ বছরের ওই ব্যক্তি।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, দীপক মারয়াই নামে ওই ব্যক্তির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে করোনা ভ্যাকসিন (Covaxin) প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক (Bhatrat Biotech)। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভোপালের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওরে। এর কারণ বিষক্রিয়া।
মধ্যপ্রদেশের মেডিকো লিগ্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর ডা অশোক শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যু আসল কারণ।
১২ ডিসেম্বর ভ্যাকসিন (Covaxin) নেন দীপক। ১৭ ডিসেম্বর তিনি অসুস্থ বোধ করেন ও ২১ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এদিকে, আগামী ১৬ জানুয়ারি ভারতে শুরু হবে করোনার টিকা দেওয়া।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd