গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো নয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ সময়ে ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া নয়জনের মধ্যে চারজন পুরুষ এবং পাঁচজন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন ৩ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা হয়। সে দিন সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছিল। শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১৮ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২১২ জনের মৃত্যু হয়েছে।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd