শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতের কাশ্মীরে গ্রেনেড হামলায় এক সেনা নিহত

যাযাদি ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২১, ১০:৪০

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় টহল দেওয়ার সময় সেনাবাহিনীর ওপরে অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় এক জওয়ান নিহত এবং আরও তিন জওয়ান আহত হয়েছেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওই হামলা হয়। এ বছর গেরিলা হামলায় এই প্রথম সেনা সদস্যের হতাহতের ঘটনা ঘটল। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

গেরিলারা দক্ষিণ কাশ্মীরের শ্রীনগর-জম্মু মহাসড়কে সামশিপোরা খানাবল এলাকায় সেনাবাহিনীর রোড ওপেনিং পার্টির (আরওপি) জওয়ানদের ওপর ওই গ্রেনেড হামলা চালায়।

ফলে চার সেনা জওয়ান আহত হন। আহত ওই জওয়ানদের শ্রীনগরে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এক্সপ্লোসিভ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ফলে জওয়ানরা আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের দাবি।

একটি স্কুল ভবনের পাশে ওই বিস্ফোরক পদার্থ রাখা ছিল এবং বিস্ফোরণের ফলে স্কুল ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া প্রাথমিকভাবে ওই ঘটনাকে গ্রেনেড আক্রমণ বলে মন্তব্য করেছেন। এদিকে ওই হামলার পরে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড স্থাপন করে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে