শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাহাড়ে লড়াই করার প্রশিক্ষণ নেই চীনা সেনাদের: ভারত

যাযাদি ডেস্ক
  ২৪ জুন ২০২১, ১৪:৫৭

পাহাড়ি এলাকায় চীনের লড়াই চালানোর প্রশিক্ষণ নেই বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। তার বক্তব্য, পূর্ব লাদাখ সীমান্তে যখন কড়া প্রহরায় ভারতীয় জওয়ানরা, তখন নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার অবস্থান বদলে ফেলেছে চীন। বিপিন রাওয়তের দাবি, পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাকে টেক্কা দিতে অক্ষম চীন।

এসব জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে প্রকাশ, বিপিন রাওয়ত বলেন, ‘চীনা সেনারা সমতল থেকে আসেন। খুব অল্প সময়ের জন্যে তাদের পাহাড়ে মোতায়েন করা হয়। এরপর আবার তাদের বদলে দেওয়া হয়।’ নিয়ন্ত্রণ রেখায় বারবার লালফৌজের অবস্থান বদলের উপরেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কূটনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সামরিক প্রশিক্ষণের অভাব থাকলেও গত সোয়া এক বছরে ভারত যে তাদের ফেরাতে পারল না, সেটা সামরিক নয়- সামগ্রিক সরকারের ব্যর্থতা। চীনের উপর আন্তর্জাতিক প্রভাব তৈরি করার প্রশ্নে, দ্বিপাক্ষিক বাণিজ্যনীতিতে রদবদল এনে চাপে ফেলার প্রশ্নে অথবা সামরিক এবং অর্থনৈতিক প্রভাব তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ করে ড্রাগনকে পিছু হটাতে পারেনি মোদি সরকার।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে