শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ নিয়ে ‘বোকার মতো’ কথা বলিনি: ইমরান খান

যাযাদি ডেস্ক
  ২৮ জুলাই ২০২১, ১৮:২১

একমাস আগে এক সক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নারীদের ধর্ষণের শিকারের জন্য তাদের পোশাক ও আচরণ দায়ি এমন মন্তব্য করেন। তার এমন মন্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো ইমরান খানের কথার তীব্র সমালোচনা করে।

এক মাস পর এসে বক্তব্য পাল্টেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ধর্ষণ নিয়ে এমন বোকার মতো কথা তিনি বলেননি বলে সাফাই গেয়েছেন। এমনকি তার বলা কথাকে ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এক মাস আগে এক্সোইস জনাথন শনের সঙ্গে এক সাক্ষাৎকার দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে জনাথন তার কাছে জানতে চান, পাকিস্তানে ক্রমবর্ধমান নারীদের প্রতি সহিংসতার বিষয় নিয়ে।

নারীদের পোশাক পরা নিয়ে এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘নারীদের ছোট পোশাক পুরুষদের ওপর খুব প্রভাব ফেলে। এটা খুবই সাধারণ বিষয়, তারা যদি রোবট না হন তবে অবশ্যই এর একটা প্রভাব পড়ে।’

এগুলো কী যৌন সহিংসতাকে উসকে দেয় কি না এমন প্রশ্নে ইমরান খান বলেন, ‘আপনি কোন সমাজে বাস করছেন এটা নির্ভর করে তার ওপর। কোনো সমাজের মানুষ যদি এমন অবস্থা না দেখেন তবে অবশ্যই তাদের ওপর প্রভাব পড়বে।’

এরপরই শুরু হয় নানা সমালোচনা। তীব্র আক্রমণ চলতে থাকে ইমরান খানের বিরুদ্ধ।

তার এক মাস পর এসে বুধবার ধর্ষণ নিয়ে ইমরান খান বলেন, ‘আমি কখনোই এমন বোকার মতো কথা বলিনি। আমি কখনো বলিনি ‘ধর্ষণের জন্য দায়ি ধর্ষণের শিকার ব্যক্তি’।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পিবিএস নিউজ আওয়ারে এক সাক্ষাৎকারে ইমরান খানকে জিজ্ঞেস করা হয় তার আগের মন্তব্য নিয়ে।

তিনি বলেন, ‘যে ব্যক্তি ধর্ষণ করেন, সে জন্য শুধু তিনিই দায়ি। এটা আমাদের পরিষ্কার হতে হবে। নারী যতই উসকানি দিক কিংবা তিনি যে পোশাকই পরে থাকুন না কেন, যে ব্যক্তি ধর্ষণ করেন তিনিই তার জন্য সম্পূর্ণভাবে দায়ি। কখনোই ধর্ষণের শিকার ব্যক্তি দায়ি নন।’

প্রধানমন্ত্রী ইমরান খান সাক্ষাৎকারে জুডি উডরফকে বলেন, তার মন্তব্যটি ‘ইচ্ছাকৃতভাবে’ এবং ‘সম্পূর্ণভাবে’ বিষয়ের বাইরে নিয়ে ব্যবহার করা হয়েছে।

ইমরান খান বলেন, ‘তারা কেবল পাকিস্তানের সমাজের কথা বলেছিলেন যেখানে ক্রমাগত যৌন অপরাধ বেড়েই চলেছে।’

এ জন্য শুধু নারীরা জড়িত নন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ধর্ষণের চেয়েও বেশি হচ্ছে শিশু নির্যাকনের মতো ঘটনা। আমার মন্তব্য সেই প্রসঙ্গে ছিল।’

প্রধানমন্ত্রী একইসঙ্গে ‘পর্দা’ শব্দটি ব্যবহার করেছেন এবং যোগ করেছেন যে এই শব্দটির অর্থ কেবল পোশাক নয় বা কেবল নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়।

তিনি বলেন ‘পর্দা’ পুরুষদের জন্যও এবং একটি সমাজে বিভিন্ন ধরনের প্রলোভনকে এটি কমিয়ে আনার অর্থ হিসেবেই সেখানে ব্যবহার হয়েছে।’

ইমরান খান বলেন, ‘আমি যে সাক্ষাৎকার দিয়েছি সেটা সম্পর্কে আমি জানি। আমি কখনোই এমন বোকার মতো কথা বলিনি যেখানে ধর্ষণের শিকার কাউকে আমি দায়ি করব। এ ক্ষেত্রে সবসময় দায়ি ধর্ষণকারী।’

উডরফ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ইসলামিক দেশ হিসেবে পাকিস্তান নারীর শক্ত অবস্থানকে বাধা দেয় কি না।

ইমরান খান বলেন, ‘অবশ্যই না। ইসলাম নারীদের সম্মান দিয়েছে।’

সারা বিশ্ব ঘোরার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি বলতে পারি বিশ্বের মুসলিম দেশগুলোতে নারীকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই দেখা হয়। পাকিস্তান এমন কী বিশ্বের অন্য ইসলামী দেশগুলোতেও নারীদের খুব সম্মানের সঙ্গে দেখা হয়।’

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে