শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলায় যা আছে

যাযাদি ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২১, ১০:১৪

২৫০ মিটার উঁচু নাগরদোলা। যেখানে উঠে একসঙ্গে প্রায় ১৮০০ পর্যটক দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এবং লম্বা ফেরি’স হুইল বা নাগরদোলা এটি। যার নাম দেওয়া হয়েছে ‘দুবাই আই’।

গত ২১ অক্টোবর আতশবাজি এবং ড্রোন প্রদর্শনের মাধ্যমে দুবাইয়ে এই নাগরদোলার উদ্বোধন করা হয়। লাস ভেগাসের হাই রোলার, শিকাগোর নেভি পিয়ের, লন্ডনের লন্ডন আই বা কানাডার নায়াগ্রা স্কাই হুইলের চেয়েও উঁচু এই ‘দুবাই আই’।

এই নাগরদোলা বর্তমানে মেট্রোপলিটন স্কাইলাইনের মূল অংশ। আরও বেশি পরিমাণে পর্যটক আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘দুবাই আই’তে মোট ৪৮টি বদ্ধ কেবিন রয়েছে। এক-একটি কেবিন দুটি ডাবল-ডেকার বাসের চেয়েও বড় এবং ৪০ জনের বেশি পর্যটক উঠতে পারবেন। ফলে এই নাগরদোলা থেকে একসঙ্গে প্রায় ১,৮০০ মানুষ সম্পূর্ণ দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য এই নাগরদোলা চালু করা হয়েছে। ‘দুবাই আই’-র টিমের তরফ থেকে রোনাল্ড ড্রেক বলেন, ‘রেকর্ড ভেঙেছে এই দুবাই আই। সিঙ্গাপুর ফ্লায়ার এবং লন্ডন আইয়ের আকারের প্রায় দ্বিগুণ এটি।’ সূত্র : এএফপি, খালিজ টাইমস

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে