ইউক্রেন সীমাতে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এসবের মধ্যেই চীন সফর করবেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন।
আগামী ৪ ফেব্রুয়ারি শীতকালীন বেইজিং অলিম্পিক আসর বসতে যাচ্ছে। চীনের এই মেগা ক্রিড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাবেন পুতিন। তখনই ইউক্রেনের ইস্যুতে চলমান অচলাবস্থা নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হবে বলে জানা গেছে।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd