বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রে লোকালয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, কয়েকজন নিহত

যাযাদি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৮
যুক্তরাষ্ট্রে লোকালয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, কয়েকজন নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে একটি মোবাইল হোম পার্কে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দমকলকর্মীদের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তারা সন্ধ্যা ৭টা ৮মিনিটের দিকে একটি বিমান দুর্ঘটনার খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ক্লিয়ারওয়াটার ফায়ার চিফ স্কট এহলারস এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিমানবন্দরে একটি বিমান সমস্যায় পড়ার খবরের প্রায় একই সময়ে তারা কলটি পেয়েছিলেন। পাইলট নিখোঁজ হওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল একটি মে ডে ঘোষণা শুনেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি ৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বৃহস্পতিবার যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘণবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমান কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।

বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন- তা জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই মৃতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে