বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউক্রেনের সেনাদের হটানোর পর প্রথমবার কুর্স্কে পুতিন

যাযাদি ডেস্ক
  ২১ মে ২০২৫, ১৫:৫৫
ইউক্রেনের সেনাদের হটানোর পর প্রথমবার কুর্স্কে পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

গত মাসে রুশ বাহিনী কুর্স্ক থেকে ইউক্রেইনের সেনাদের হটিয়ে দেয়। এরপর চলতি সপ্তাহে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমের এ অঞ্চলটি সফর করেছেন।

মঙ্গলবার তার এই সফরের সময় অঞ্চলটিতে ক্রিয়াশীল স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর সঙ্গে দেখা করেন পুতিন এবং কুর্স্ক-২ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বলে জানায় ক্রেমলিন।

1

ক্রেমলিন ফার্স্ট ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েঙ্কো এ সফরে রুশ প্রেসিডেন্টের সঙ্গী হয়েছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়া গত মাসের শেষদিকে জানায়, তারা ইউক্রেইনীয় বাহিনীকে কুর্স্ক থেকে হটিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে হওয়া সবচেয়ে বড় সামরিক অনুপ্রবেশের ইতি টেনেছে।

অন্যদিকে ইউক্রেইনে বসবাসরত রুশ ভাষাভাষীদের সুরক্ষা নিশ্চিত ও প্রতিবেশী দেশ থেকে ‘নব্য নাৎসিদের হটাতে’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো তাদের ভাষায় ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযানে’ নামে।

দুই পক্ষের মধ্যে ওই লড়াই এখনও শেষ হয়নি। এর মধ্যে রাশিয়ার দখলে গেছে যুদ্ধপূর্বর্তী ইউক্রেইনের এক-পঞ্চমাংশ এলাকা। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন জোর উদ্যোগ নিলেও এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি দেখা যায়নি।

ইউক্রেইনের নতুন অঞ্চল কব্জায় নিতে রাশিয়া শিগগিরই নতুন আক্রমণ শুরু করতে পারে বলে অনেকে আশঙ্কাও করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে