শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

যাযাদি ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২১, ১৫:০০
‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট
‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

দণ্ডবিধির ৩৭৫ ধারায় ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি ‘পুুরুষ ধর্ষণ’কে অপরাধ হিসেবে যুক্ত করতে এই ধারাটির সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. মাসুম বিল্লাহ এবং সমাজকর্মী ড. সৌমেন ভৌমিকের পক্ষে তিনি রিটটি দায়ের করেন।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার তাপস কান্তি বল।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘সম্প্রতি দেশে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না।’

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে