শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থপাচার মামলায় এনু-রুপনের বিচার শুরু

যাযাদি ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২১, ১৪:২৫

রাজধানীর ওয়ারী থানার পৃথক দুই অর্থপাচার মামলায় ক্যাসিনো কারবারি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের এই আদেশ দেন।

আজ বুধবার (২৭ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার আসামিরা হলেন এনামুল হক, রুপন ভূঁইয়া, তুহিন মুন্সি, জয় গোপাল, আবুল কালাম আজাদ, নবী হোসেন, সাইফুল ইসলাম, এনামূল ও রুপনের ভাই মেরাজুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া, শহিদুল হক ভূঁইয়া এবং তাঁদের সহযোগী পাভেল রহমান।

তবে মামলায় এনামূল ও রুপনের ভাই মেরাজুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া, শহিদুল হক ভূঁইয়া ও তাঁদের সহযোগী পাভেল রহমান পলাতক।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে