শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিকে হালদারের দেশের বাইরে যাওয়ার ব্যাখ্যা চাইলো হাইকোট

যাযাদি ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৮

পাসপোর্ট জব্দের আদেশ থাকার পরেও পিকে হালদার কিভাবে দেশের বাইরে গিয়েছে তার ব্যাখা চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে পিকে হালদারের মামলায় যেসব আসামির জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন তা জানাতে দুদককে জানাতে বলা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

হাইকোর্ট বলেছে, পিকে হালদার যেদিন দেশ ত্যাগ করেন সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বে কে ছিলেন, গোয়েন্দা সংস্থা ও দুদকের দায়িত্বে কে ছিলেন তার তালিকা দাখিল করতে হবে।

এর আগে সকালে আর্থিক প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের গত আট বছরের কর্মকর্তাদের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। বাকি দুই বছরের কর্মরতদের তালিকা চার সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে