শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘জিরো ফিগার’ গঠনে সার্জারি, টিকটক তারকার অকাল মৃত্যু

যাযাদি ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৪
‘জিরো ফিগার’ গঠনে সার্জারি, টিকটক তারকার অকাল মৃত্যু
ছবি: সংগৃহীত

নিজেকে আকর্ষণীয় করে তুলতে ‘জিরো ফিগার’ গঠনে ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেছিলেন এক টিকটক তারকা। এ প্রক্রিয়া করতে গিয়ে শরীরের ব্যাপক ক্ষতি হয় তার। আর একপর্যায়ে মৃত্যু হয় সেই টিকটকারের। তিনি হচ্ছেন মেক্সিকান ইনফ্লুয়েন্সার ডেনিস রেয়েস। মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যুকে বরণ করতে হলো তাকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন থেকে জানা গেছে, শরীরের ওজন কমানোর জন্য মেক্সিকোর চিয়াপাসের একটি অনুমোদনহীন ক্লিনিক থেকে লাইপোসাকশন নামের সার্জারি করেছিলেন ডেনিস রেয়েস। অস্ত্রোপচার পরবর্তী জটিলতার জন্য মৃত্যু হয়েছে তার।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, রেয়েস গত ২৬ জানুয়ারি টাক্সটলা গুতেরেজের সান পাবলো মেডিক্যাল ক্লিনিকে কসমেটিক সার্জারি করিয়েছিলেন।

নিয়ম মাফিক যেখানে পদ্ধতির আগে ডা. অরল্যান্ডো গাম্বোয়ার তত্ত্বাবধানে তাকে ওষুধ দেওয়া হয়। এই টিকটক তারকা নিজের অনুগামীদের সঙ্গে নিয়মিত আপডেটও শেয়ার করেছিলেন, জানিয়েছিলেন অস্ত্রোপচারের পরে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আচমকাই তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

রেয়েসের কাকা আম্মাও রদ্রিগেজের মতে, রেয়েস অসুস্থ বোধ করতে শুরু করেন এবং সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাকের শিকার হন।

এরপর মেডিক্যাল স্টাফেরা জানান, রেয়েসের পরিস্থিতি সংকটজনক। পরবর্তী সময়ে তাকে মানজুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কারণ ওই কসমেটিক ক্লিনিকে আইসিইউ নেই। তবে তার পরিস্থিতিতে পরিবর্তন আসেনি। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

জানা গেছে, আগে থেকে রেয়েসের শরীরে কোনো রকম সমস্যা ছিল না। মেয়ের অকালমৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচার দাবি করা হয়েছে। ওই সার্জেন এবং ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে প্রয়াতের পরিবার। তাদের অভিযোগ, চিকিৎসা পদ্ধতিতে গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ডেনিস রেয়েসের। রেয়েসের ৮ বছরের একটি ছেলেও রয়েছে বলে জানা গেছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে