শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্রিজে সংরক্ষণ করবেন যে ৮ প্রসাধনী

যাযাদি ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭

কিছু প্রসাধনী বাইরে না রেখে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

আই ক্রিম ফিরে রাখুন। ঠাণ্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করবে।

ফ্রিজে সংরক্ষণ করতে পারেন লিপস্টিক। এতে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকবে ফ্রিজে। এছাড়া দীর্ঘক্ষণ ঠোঁটে অক্ষত রাখতেও লিপস্টিক ফ্রিজে রাখা জরুরি।

ফেসিয়াল মিস্ট বা স্প্রের বোতল ফ্রিজে রেখে দিন। এতে প্রসাধনীটি যেমন ভালো থাকবে, তেমনি ত্বক আরও দ্রুত সজীব হবে।

শীতে সানস্ক্রিন কমই ব্যবহৃত হয়। বেঁচে যাওয়া সানক্রিন বোতলসহ ফ্রিজে রেখে দিতে পারেন গ্রীষ্মে ব্যবহারের জন্য।

মাস্কারা রাখুন ফ্রিজে। বাইরে রাখলে দ্রুত ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে এতে।

সুগন্ধিও ভালো থাকে ফ্রিজে।

অ্যালোভেরা জেলের কৌটা নিশ্চিতে রেখে দিতে পারেন ফ্রিজের কোণে।

অনেকদিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে নেইল পলিশ। বাইরে রাখলে এটি জমে যায় দ্রুত।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে