রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গরমে মনকে ঠান্ডা করবে ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা

যাযাদি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২১, ১২:৫০
গরমে মনকে ঠান্ডা করবে ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা
গরমে মনকে ঠান্ডা করবে ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা

প্রচণ্ড গরমে সবাই ঠান্ডা কিছু খেতে চায়। কি খেলে বা পান করলে মন ঠান্ডা হবে সেই চিন্তা ভাবনা থাকে। ঠাণ্ডা শরবত, পানি এবং অন্যান্য আইটেমের পাশাপাশি রাখতে পারেন ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা।

দেখে নিন ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা কিভাবে তৈরি করবেন। আরটিভি অনলাইন পাঠকদের জন্য রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী নাবিলা হোসেন।

উপকরণ : ১ লিটার দুধ, ১ কাপ ভেজানো সাবু দানা, ১/৪ কাপ ভেজানো তোকমা, ১/২ কাপ সেদ্ধ নুডুলস, বাদাম ২ টেবিল চামচ, ১/২ কাপ ম্যাংগো আইসক্রিম, ১/২ কাপ ম্যাংগো পাল্প, ১/৩ কাপ জেলো, ১/২ কাপ চিনি।

প্রস্তুত প্রণালি : সাবুদানা, চিনি, দুধ একসঙ্গে মিশিয়ে ১০ মিনিট রান্না করে নিতে হবে। এরপর ঠাণ্ডা করতে হবে। ঠাণ্ডা হওয়ার পর সার্ভিং ডিশে জেলো বাদে সব একসঙ্গে মেশাতে হবে। মেশানো হলে তার ওপর আরেকটু আইসক্রিম জেলো ও বাদাম দিয়ে ফ্রিজে ৩০ মিনিট রাখতে হবে। এরপর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে