আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার বর্তমান সময়ের বক্তব্য সম্পর্কে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘মির্জা সাহেবের কোন বক্তব্য থাকলে তা দলীয় ফোরামে বলা উচিত। এভাবে জনসমুখে কোন কথা বলা উচিত নয়। আর তার সব অভিযোগই সত্য না।’
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
শাজাহান খান আরো বলেন, ‘এই হাসপাতালটি স্থাপনের জন্য গণপূর্ত বিভাগ, ডায়াবেটিক সমিতিসহ সকলকে আমি ধন্যবাদ জানাই। হাসপাতালটি স্থাপনের ফলে মাদারীপুরের গরীব-অসহায় রোগীদের পাশাপাশি সকল শ্রেণির মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। এই হাসপাতাল থেকে মুনাফার শতকরা ৩০ ভাগ টাকা গরীব মানুষের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। এছাড়াও গড়ে শতকরা ৩০ গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এই হাসপাতালটি স্থাপনের ফলে জেলার মানুষ চিকিৎসা সেবায় আরো এক ধাপ এগিয়ে গেল।’
গণপূর্ত গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন, গণপূর্ত সার্কেল গোপালগঞ্জের তত্ত্বাবধায় প্রকৌশলী মো. মশিউর রহমান, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান, প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ তলা ভবনে ৮০ শয্যা বিশিষ্ট মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালটি ২১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd