ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে যুবদল।
মঙ্গলবার সকালে হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুনতাকিম সরোয়ার রিকির নেতৃত্বে মগবাজার মোড় থেকে ৩৫-৩৬ ও ২২ নং ওয়ার্ড, ওয়ারলেস, হাতিরঝিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এরপর যুবনেতা রিকি ছাড়াও মামুন মিয়া, আল আমীন শরীফ, আব্দুল রশিদ, ইব্রাহিম, রফিক, বাদশা গাজী, জাফর আহমেদ শুভ, মো. জামাল, শামীম রেজা, শামীম খান, রিপন, রাসেল, রাব্বিসহ কয়েকশ নেতাকর্মীর মিছিলটি প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিনের আলোচনা সভায় যোগ দেয়।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd