শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১২ নগরীতে বিএনপির সমাবেশ আজ

যাযাদি ডেস্ক
  ১৮ মার্চ ২০২৩, ১০:৩০

বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো আজ শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশের ১২টি সাংগঠনিক মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে। রোজার আগে এটিই তাদের শেষ কর্মসূচি। তাই এ কর্মসূচিতে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে বিএনপি।

‘আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ হবে।

বিএনপি শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচির আয়োজন করবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দেশ রূপান্তরকে বলেন, দেশের ১২ সাংগঠনিক মহানগরে দুপুর ২টা থেকে শুরু হবে সমাবেশ। বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব নেতা, সাবেক সংসদ সদস্য ও মেয়রদের অতিথি হিসেবে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সমাবেশ থেকে মূলত বিভিন্ন খাতে সরকারের দুর্নীতির বিষয়টি তুলে ধরা হবে। এখন থেকে সব কর্মসূচিতেই দুর্নীতির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে সরকারের দুর্নীতি নিয়ে কথা বলার জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারবিরোধী রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ করবে। সমাবেশ শেষে মিছিল করবে তারা। একই সময়ে ১২-দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকির সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম মতিঝিল নটর ডেম কলেজের উল্টোদিকে গণফোরাম চত্বরে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসি-সংলগ্ন এলডিপি অফিসের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিলেটে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, বরিশালে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, গাজীপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রাজশাহীতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ময়মনসিংহে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

গত বছরের ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার গোলাপবাগে ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশ থেকে ১০ দফা দাবি আদায়ে ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে