সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আমি চক্রান্তের শিকার: এমপি একরাম

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ১৬ আগস্ট ২০২৩, ০৯:১০

নোয়াখালী আওয়ামী লীগের এক ‘কর্ণধার’ বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। তিনি চক্রান্তের শিকার বলেও অভিযোগ করেছেন।

মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ উদ্যোগে আয়োজিত শোক র‌্যালির আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসব অভিযোগ করেন তিনি।

এ সময় এমপি একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি চক্রান্তের শিকার। পূর্বদিকে অস্ট্রেলিয়া থেকে এক শব্দ বোমাবাজ নোয়াখালী আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছিল। এই এক সেফুদা শেখ হাসিনার বিরুদ্ধেও বলে, খালেদা জিয়ার বিরুদ্ধেও বলে, ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও বলে। এই সেফুদার সঙ্গে যত কনট্রাকটর বাংলাদেশের আছে, সবাই যোগাযোগ করতেছে শব্দ বোমা থেকে রক্ষা পাওয়ার জন্য। নোয়াখালী আওয়ামী লীগের কর্ণধার মার্কেটে শোনা যায়, আপনারা নাকি বিএনপি এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। ঘটনা কী!’

এমপি একরাম আরও বলেন, ‘আজ আমি দক্ষিণ দিকের কথা বলব না। শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের বলি, কোনো ভদ্রলোক আওয়ামী লীগের মিছিলের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছিল। আজ তিনি নাকি নোয়াখালী শহরে এসে বড় বড় কথা বলেন।’

বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলে এমপি একরাম বলেন, ‘বঙ্গবন্ধু মারা যাওয়ার পর হিথ্রো বিমানবন্দরে কে বঙ্গবন্ধুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছিল, নিশ্চয় নোয়াখালীর মানুষ জানেন। ২০০৮ সালে কোন গোষ্ঠী মেজর মান্নান ও তার মার্কা কুলা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নৌকাকে ডুবানোর জন্য, মনে আছে আপনাদের? সেই গোষ্ঠী এখন আবার বিএনপির সঙ্গে আঁতাত করে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

সমাবেশে শেষে একরামুল করিম চৌধুরীর নেৃতৃত্বে জেলা শহরে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে পৌঁছে শেষ হয়। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একরামুল করিম।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে