সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হরতালে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়া, প্রতিনিধি
  ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৬

বগুড়ায় বিএনপির ডাকা হরতাল চলাকালে সকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেল হামলা চালানো হয়। এর আগে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছোঁড়ে। ককটেল হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলসহ অন্তত ১০জন আহত হয়েছেন। হরতালে শহরের যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন এলাকায় পিকেটাররা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সকাল সাড়ে ৯টার দিকে শহরের টেম্পল রোডে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হন। একই সময় ওই সড়কের উত্তরপ্রান্তে থাকা শহর বিএনপি কার্যালয়েও নেতাকর্মীরা আসতে থাকে। এতে উত্তেজনার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় শহর বিএনপি কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে ককটেল হামলা চালানো হলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলসহ বেশ কয়েকজন আহত হন। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। এসময় শহর বিএনপি কার্যালয়েও হামলা করা হয়। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ছুঁড়ে উভয়পক্ষকে হটিয়ে দেয়।

এর আগে সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি পুলিশ প্লাজার সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এসময় ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে