সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লা নগরীতে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া ১২ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার কুমিল্লা
  ২৯ অক্টোবর ২০২৩, ১২:১১

কুমিল্লায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা নগরীর চকবাজার কাসারিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ধাওয়ায় বিএনপি’র অন্তত ১৫ নেতাকর্মী আহত এবং প্রায় ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। রোববার দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বে একটি মিছিল নগরীর কান্দিরপাড় এলাকা হয়ে রাজগঞ্জ দিয়ে চকবাজারে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা ও টিয়ারসেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অন্তত ১৫ নেতা কর্মী। এ সময় পুলিশ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাসসহ ১২ নেতাকর্মীকে আটক করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নগরীর চকবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে