বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নেছারাবাদে মহারাজের কাছে মঞ্জুর হার

নেছারাবাদ (স্বরূপকাঠি) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১১:২৫
নেছারাবাদে মহারাজের কাছে মঞ্জুর হার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর- ১২৮ ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ ২ আসনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা অনুযায়ী উপস্থিতির হার কম ছিল। ১০ টি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় প্রতিটা কেন্দ্রে ভোটারের উপস্থিতি অত্যন্ত নগণ্য।

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতির হার বাড়বে বলে জানিয়েছেন এলাকাবাসী। পিরোজপুর ২ আসনে এবার ৭ জন প্রার্থী অংশগ্রহণ করলেও আনোয়ার হোসেন মঞ্জু ও মহিউদ্দিন মহারাজ এর মধ্যে হাড্ডা হাড্ডি নির্বাচনীয় লড়াই হয়েছে।

নেছারাবাদে মোট ভোটারের সংখ্যা ১,৮৯,১৩১ (এক লাখ উননব্ব‌ই হাজার একশত একত্রিশ) তার মধ্যে সর্বমোট প্রাপ্ত ভোট সংখ্যা ৮১,২৫৯ (একাশি হাজার দুই শত উনষাট) ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নৌকা প্রতীকে আনোয়ার হোসেন মঞ্জু ৩৪,৫৯৮ (চৌত্রিশ হাজার পাঁচ শত আটানব্বই) ভোট, ফুলের মালা প্রতীকে মোহাম্মদ জাকির হোছাইন ৫৯ (উনষাট) ভোট, মাছ মার্কায় মোহাম্মদ মাহতাব উদ্দিন মাহমুদ ৪৩৬ (চার শত ছত্রিশ ভোট, একতারা প্রতীকে মোহাঃ মিজানুর রহমান ৯৩ (তেরানব্ব‌ই) ভোট, আম মার্কায় মোঃ আবুল বাশার ১৩৭ (এক শত সায়ত্রিশ)ভোট, ডাব মার্কায় মোঃ ছগির মিয়া ৯০ (নব্ব‌ই) ভোট ও ঈগল মার্কায় মহিউদ্দিন মহারাজ ৪৫,৮৪৬ (পয়তাল্লিশ হাজার আট শত ছিচল্লিশ) ভোট পেয়েছেন।

নেছারাবাদ উপজেলা থেকে মহিউদ্দিন মহারাজ ৪৫,৮৪৬ (পয়তাল্লিশ হাজার আট শত ছিচল্লিশ) ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মঞ্জু ৩৪,৫৯৮ (চৌত্রিশ হাজার পাঁচ শত আটানব্বই) ভোট পেয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে