সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক টেবিলে বসলেন ছাত্রদল-ছাত্রলীগের নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৪, ২২:৫৪
আপডেট  : ৩০ মার্চ ২০২৪, ১৩:৪০
ছবি যাযাদি

এ এক বিরল ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা এক ছাদের নীচে বসলেন। একে অপরের বক্তব্য শুনেছেন। করলেন কৌশল বিনিময়।

এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা রাজনৈতিক অঙ্গনে ছাত্র সংগঠনগুলোর অবস্থান যেন বিপরীত মেরুতে, নেই জোট বা মতের ঐক্যও। ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের দেখা মেলাও ভার। নির্বিঘ্নে ক্যম্পাসে প্রবেশের পথও সংকীর্ণ কিছু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের। তবে সারা বছর রাজনৈতিক মহাসড়কে বিরোধী হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কিছু সময়ের জন্য একই ছাদের নিচে অবস্থান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সব রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র শিক্ষক মিলনায়তনে ‘শিক্ষাঙ্গনে সংকট, ছাত্র সংগঠন নির্বাচনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। পরবর্তীতে সব রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের অংশগ্রহণে ছিল ইফতার আয়োজন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এতে প্রধান আলোচক ছিলেন লেখক, বিশ্লেষক ও ঢাবির বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ছাত্রদলের ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) রাগীব নাঈম, সাধারণ সম্পাদক রাকিবুল রনি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি (অন্য অংশ) দীপক শীল, সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব নাহিদ ইসলাম, ঢাবি সদস্য সচিব মো. আবু বাকের মজুমদার প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে