মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রানা আমির ওসমান রানা এবং শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শরিয়তউল্লাহ্ হোসেন মিয়া রাজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এরমধ্যে মাগুরা সদরে রানা আমির ওসমান রানা মোটরসাইকেল প্রতীকে ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট। শ্রীপুরে শরিয়ত উল্লাহ্ হোসেন মিয়া রাজন মোটরসাইকেল প্রতীকে ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম মোতাসিম বিল্লাহ্ সংগ্রাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট।
বুধবার (৮ মে) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সদর উপজেলার ১২০টি কেন্দ্রে এবং শ্রীপুর উপজেলার ৫৭টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
যাযাদি/ এস