জাতীয় সংসদে জরুরী আইন পাসের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের জন্য গণ পদযাত্রার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দাবি আদায়ে অনির্দিষ্ট সময়ের জন্য ছাত্র ধর্মঘটের ডাক এবং বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তারা। আজ ১৩ জুলাই শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান আন্দোলনকারীরা ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, "জাতীয় সংসদে জরুরী আইন পাসের মাধ্যমে কোটা যৌক্তিক সংস্কারের জন্য মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণ পদযাত্রার জন্য সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হবেন। পরে গণ পদযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি কে স্মারকলিপি প্রদান করতে যাবেন।ঢাকার বাইরের আন্দোলনকারীরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন"।
তারা আরো বলেন,"ছাত্র ধর্মঘট অনির্দিষ্ট সময়ের জন্য অব্যাহত থাকবে ও বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।মামলার জন্য পুলিশের কাছে ২৪ ঘন্টার মধ্যে জবাবদিহিতা করতে হবে।"
এ সময় পুলিশের একটি ভয়েস শোনানো হয়, যেখান বলতে শোনা যায় ১১ জুলাই শাহবাগে কোন ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও অজ্ঞাতনামা আসামী করে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার কোন অর্থ হয় না।
যাযাদি/ এস