বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

গাইবান্ধা প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৫:৫৬
গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী: ছবি যায়যায়দিন

গাইবান্ধায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল জেলা শাখার উদ্যোগে আগামী ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সভা সফল করতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২১ মে) স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।

1

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইসতিয়াক আহমেদ রনি, বিষ্ণু কুমার দাস, ফরহাদ আলী, সাদুল্যাপুরের নয়ন কবির নয়ন, মশিউর রহমান, পলাশবাড়ির শামীম রেজা, হাসান মো. ইমরান, গোবিন্দগঞ্জের শাহ আলম প্রমুখ।

বক্তারা বলেন, ‘আগামী ২৪ মে বগুড়ার সেন্টাল হাইস্কুল মাঠে রাজশাহী, রংপুর বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে আমরা ঐক্যবদ্ধ।

ওই সভা থেকে তারেক রহমান যে বার্তা দেবে আমরা সেই বার্তার মধ্য দিয়ে ভোটের অধিকার আদায় করে ছাড়ব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে