রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: সাবেক এমপি নিজাম 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৮:১৪
স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: সাবেক এমপি নিজাম 
আনোয়ারায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম: ছবি যায়যায়দিন

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘আমি এমপি থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি করার তকমা লাগেনি। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী করে তাদেরকে আপনারা প্রতিহত করুন। আপনারা বিএনপিকে রক্ষা করবেন। স্বৈরাচার ও তার দোসরদের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের মাঠে পরৈকোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমন গঠন ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়নের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফরের সভাপতিত্বে উপজেলা যুবদল নেতা শাহ জাহানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন।

বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন এম মনজুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহাজাহান, সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী আনচার, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাহ্ওয়াজ জামাল নিজাম (সনি),

আখতারুন্নবী চৌধুরী, সাইফুল ইসলাম, ফরিদ, জমির সওদাগর, জলিল, খোকন, নাজিমুদ্দিন চৌধুরী, কাজী মোস্তফা, সরওয়ার, ইউনুস চৌধুরী, জসিম উদ্দিন, মো. মাঈনুদ্দিন, মাসুদুর রহমান,

নুর আলী, রফিকুল ইসলাম চৌধুরী খোকা, আবচার, জামাল, ইমরান চৌধুরী, সাত্তার মেম্বার, শওকত আলী, শাহাজান শিপু, নাছির, শাহেদ, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক, আলমগীর বাহাদুর,

আবদুল কাদের, আহমদ নুর, রাসেদ, ইসহাক, মোহাম্মদ লোকমান উদ্দিন, মোহাম্মদ আলী ডিলার, মাস্টার আশরাফ আলী, বুলু কাসেম, আব্দুর রহমান, প্রদীপ ধর, ইউসুফ, সোহেল, তাজু,

সেলিম, জসিম, রাসেদ, সিরাজ, জয়নাল, আবদুল হাকিম, মোফিজ, দেলোয়ার, নুরুল আজিম, ছাত্রদলনেতা অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, আনোয়ারা কলেজ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম, জিয়া, আরমান, ইমরান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে