রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

প্রাইম ব্যাংকের এমডি’র পদত্যাগ

যাযাদি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২০, ১৫:২২
প্রাইম ব্যাংকের এমডি’র পদত্যাগ
প্রাইম ব্যাংকের এমডি’র পদত্যাগ

প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ পদত্যাগ করেছেন।

বুধবার (০৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাহেল।

ব্যাংক পর্ষদ ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, রাহেল আহমেদ ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে এ বিষয়ে রাহেল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাহেল আহমেদ ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিন বছরের জন্য প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান। সে হিসেবে ১৩ ডিসেম্বর ছিল তার এমডি মেয়াদের শেষ দিন।

জানা গেছে, এমডি পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার কোনও সম্ভাবনা না থাকায় মেয়াদ শেষ হওয়ার আগেই রাহেল আহমেদ পদত্যাগ করেছেন।

যাযাদি/এমএস/৩:০৫

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে