শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে দুই কোম্পানি

যাযাদি ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৩, ১৩:৪২
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে দুই কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ও এসএমই মার্কেটের এমকে ফুটওয়্যার পিএলসির পর্ষদে ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সদস্যদের অনুমোদনও নেয়া হয়েছে।

তথ্য অনুসারে, প্রস্তাবিত ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে ব্যাংকটির পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। এতে উদ্যোক্তা শেয়ারহোল্ডার হওয়ার জন্য বস্ত্র খাতের কোম্পানি সাউথ টেক্সটাইল সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে, যা ওই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। অন্যদিকে এমকে ফুটওয়্যারের পর্ষদ প্রস্তাবিত ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার হওয়ার জন্য ৬ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যা ওই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ৫ শতাংশ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে