শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার বন্ধ থাকবে ৭ জানুয়ারি

যাযাদি ডেস্ক
  ০৩ জানুয়ারি ২০২৪, ১২:২৯
পুঁজিবাজার বন্ধ থাকবে ৭ জানুয়ারি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। গতকাল ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আগামী রোববার দুই পুঁজিবাজারে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ৮ জানুয়ারি পুঁজিবাজারের সব কার্যক্রম আগের নিয়মে চালু হবে।

এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানায়। সার্কুলারে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলি ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ৭ জানুয়ারি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

উল্লেখ্য, পুঁজিবাজারে শেয়ারের অর্থ ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়ায় ব্যাংক বন্ধ থাকলে ডিএসই ও সিএসইও বন্ধ থাকে। গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। তবে লেনদেন বন্ধ থাকলেও এর দাপ্তরিক কার্যক্রম সচল ছিল।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে