শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির পর্ষদ সভা আগামীকাল

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৪৭
তিন কোম্পানির পর্ষদ সভা আগামীকাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পর্ষদ সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সভায় কোম্পানিগুলোর চলতি ২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিএসসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩০ পয়সা।

পেনিনসুলা চিটাগং: কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৮ পয়সায়।

ওয়ালটন: কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৫২ পয়সা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে