শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে ২৭০ কোটি টাকার শেয়ার লেনদেন

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮
ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে ২৭০ কোটি টাকার শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্লক মার্কেটে ১৮০ কোম্পানির মোট ২৬৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ব্লক মার্কেটে আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয় হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটির ৪৮ লাখ ৪১ হাজার ৪৪৩ শেয়ার মোট ৫২ কোটি ৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ লাখ ৪৯ হাজার ৫৬০ শেয়ার ১৮ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়। তৃতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

এছাড়া ব্লক মার্কেটে ওরিয়ন ফার্মা লিমিটেডের ১২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ১১ কোটি ২১ লাখ ৩০ হাজার, গ্রামীণফোন লিমিটেডের ১০ কোটি ৫০ লাখ ৯০ হাজার, একমি পেস্টিসাইডস লিমিটেডের ১০ কোটি ২৭ লাখ ১০ হাজার, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার, বিচ হ্যাচারি রিফাইনারি লিমিটেডের ৮ কোটি ১৬ লাখ ৫০ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ কোটি ৬১ লাখ ১০ হাজার, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৭ কোটি ৮ লাখ ৯০ হাজার, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ কোটি ২৯ লাখ ৯০ হাজার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ কোটি ৮৮ লাখ ৮০ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪ কোটি ৫৭ লাখ ১০ হাজার ও দেশবন্ধু পলিমার লিমিটেডের ৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ৩০২ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে দশমিক ৫৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১১৮ পয়েন্টে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে