শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জন্মদিনে কীর্তি গড়লেন সুয়ারেজ

যাযাদি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ১০:৩৯

বল আর পায়ে নৈপুণ্য দিয়ে নিজের ৩৪তম জন্মদিন স্মরণীয় রাখলেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। স্প্যানিশ লা লিগায় নৈপুণ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকেও মনে করালেন সুয়ারেজ। রোববার লা লিগার খেলায় ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচে এক গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। চলতি লা লিগায় অ্যাটলেটিকোর নতুন স্ট্রাইকার সুয়ারেজ ১৫ ম্যাচে পেলেন ১২ গোল। স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নতুন কোনো খেলোয়াড়ের সেরা শুরু এটি। লা লিগায় নতুন ক্লাবের হয়ে এমন সেরা কীর্তিটা ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে লা লিগায় শুরুর ১৫ ম্যাচে ১৩ গোল করেছিলেন পর্তুগিজ সুপার স্টার।

বার্সেলোনা ছাড়তে চাননি লুইস সুয়ারেজ। কাতালান ক্লাবই তাকে রাখেনি। দলবদলে বার্সা থেকে ফ্রি ট্রান্সফারে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন সুয়ারেজ। চলতি লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে সুয়ারেজই। সেভিয়ার মরোক্কান স্ট্রাইকার ইউসুফ এন-নাসিরি তার চেয়ে চার ম্যাচ বেশি খেলে ১২ গোল করেছেন। আর ১১ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর অ্যাটলেটিকো সভাপতি এনরিক সেরেজো বলেন, ‘আমরা সব সময়ই মনে করেছি লুইস সুয়ারেজ ইউরোপের সেরা সেন্টার ফরোয়ার্ড। আমরা ভাগ্যবান যে সে আমাদের সঙ্গে আছে। সবাই খুশি।’ ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট। আর ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে