শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​১৬ রানে ৫ উইকেট নিয়ে শাকিলের চমক

যাযাদি ডেস্ক
  ১০ জুন ২০২১, ১৯:০৬

যারা দেশের ক্রিকেটের টুকটাক খবর রাখেন, নামটি তাদের অজানা থাকার কথা নয়। প্রায় এক দশক আগে দুবাইয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছিল বেঁচে থাকার তাগিদে। সেই মানুষটি এখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে চলেছেন। আজ (বৃহস্পতিবার) ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র ১৬ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন সালাউদ্দিন শাকিল। তার বোলিংয়েই সাফল্য পেয়েছে শেখ জামাল ধানমন্ডি, পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ৬ উইকেটে।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পারটেক্স। সালাউদ্দিন শাকিলের তোপে ১৯.৩ ওভারে ১০৪ রানে অলআউট হয় পারটেক্স। দলের হয়ে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেন আব্বাস মূসা।

শেখ জামালের সবচেয়ে সফল বোলার শাকিল। ৩.৩ ওভারে ১৬ রান খরচায় তার শিকার ৫ উইকেট। এছাড়া ইলিয়াস সানি নিয়েছেন ২ উইকেট।

১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শেখ জামাল। অধিনায়ক নুরুল হাসানের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩০ রান। ইলিয়াস সানি ২৪ বলে অপরাজিত ২৭ রান করে দলের জয় নিশ্চিত করেছেন। তবে এই ম্যাচেও বড় ইনিংস খেলতে পারেননি অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল (১৭) ও নাসির হোসেন (২২)।

পারটেক্সের জয়নুল ইসলাম সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন। আর রাজিবুল ইসলাম ও মেহরাব হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে