শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লায়নের স্পিনে কাবু শ্রীলঙ্কা, স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও

যাযাদি ডেস্ক
  ৩০ জুন ২০২২, ১৩:১৮

গল টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা আগে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে ২১২ রানে অলআউট হয় স্বাগতিকরা শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াও স্বস্তি নেই ৯৮ রান তুলতে হারিয়েছে উইকেট ১১৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা

প্রথম দিনে উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দেন লায়ন এর আগে প্রথম আঘাতটা হানেন প্যাট কামিন্স অস্ট্রেলিয়ান অধিনায়কের বলে পাথুম নিসানকা (২৩) আউট হলে ভাঙে লঙ্কানদের ৩৮ রানের ওপেনিং জুটি তিন ওভারের মধ্যে মিচেল স্টার্কের বলে বিদায় নেন কুশল মেন্ডিসও () তারপরই গলে শুরু হয় লায়নের দাপট

অধিনায়ক দিমুথ করুণারত্নেকে (২৮) ডেভিড ওয়ার্নারের চমৎকার ক্যাচ বানান এই স্পিনার ৩৭তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভা (১৪) দিনেশ চান্ডিমালকে () পরপর ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন তবে নিরোশান ডিকবেলার প্রতিরোধে সেটি হয়নি

লঙ্কান উইকেটকিপার ব্যাটার ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি সর্বোচ্চ ৫৮ রান আসে ডিকবেলার ব্যাট থেকে তাকেও তুলে নেন লায়ন ৯৭ রানে উইকেট হারানোর পর তার ব্যাটেই মূলত দুইশ পেরোতে পারে স্বাগতিকরা এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৯) রমেশ মেন্ডিস (২২) অবদান রাখেন চা বিরতির পর ফিরে আধঘণ্টার মধ্যে অলআউট হয় শ্রীলঙ্কা

লায়নের সঙ্গে জুটি বেঁধে আরেক স্পিনার মিচেল সুয়েপসন সাফল্য পেয়েছেন লায়নের উইকেট নেওয়ার দিনে সুয়েপসন নিয়েছেন উইকেট বাকি দুটি গেছে দুই পেসার স্টার্ক কামিন্সের পকেটে

ব্যাটিংয়ে নেমে রমেশ মেন্ডিসের ঘূর্ণির সামনে শেষ সেশনে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া দিনশেষে উইকেটে ৯৮ রান তোলে তারা ২৪ বলে চারে ২৫ রান করে এলবিডব্লিউর শিকার হন ডেভিড ওয়ার্নার এছাড়া মার্নাস লাবুশেন ১৩ রান করেন দুটি উইকেটই নেন রমেশ আর খেলা শেষ হওয়া কিছুক্ষণ আগে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন স্টিভেন স্মিথ () ওপেনার উসমান খাজা ৪৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অন্য প্রান্তে রানে অপরাজিত আছেন ট্র্যাভিস হেড

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে