শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সার সামনে ভালো কিছুই অপেক্ষা করছে: লেভানদোভস্কি

যাযাদি ডেস্ক
  ২৫ জুলাই ২০২২, ১৪:০৫

অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি। অনানুষ্ঠানিক অভিষেকটা হয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। গোল না পেলেও অভিষেকটা নেহায়েত মন্দ হয়নি তার। রিয়ালের বিপক্ষে সেই জয়ের পর এবার নতুন ম্যাচ, নতুন সেশনের অপেক্ষায় আছেন লেভা। কারণ তার বিশ্বাস, বার্সেলোনার সামনে আসছে মৌসুমে ভালো কিছুই অপেক্ষা করছে।

বার্সা টিভি ও টিভি থ্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা পরবর্তী ম্যাচটা, পরবর্তী অনুশীলন সেশনের জন্য মুখিয়ে আছি, কারণ আমাদের বিশ্বাস, খুব ভালো কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য।’

বার্সেলোনায় এসেছেন দুই সপ্তাহও হয়নি। তবে সাবেক বায়ার্ন তারকার মনেই হচ্ছে না, এখানে অনেক দিন ধরে আছেন। বললেন, ‘এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি দারুণ খুশি। আমার মনেই হচ্ছে না এই দলের সঙ্গে আমি আছি কয়েক দিন ধরে। আমার মনে হচ্ছে, অনেক দিন ধরে আমি এই দলের সঙ্গে আছি। সতীর্থ ও স্টাফদের দারুণ সাহায্য পাচ্ছি আমি।’

তার ভালো লাগা বাড়িয়ে দিয়েছে তার প্রতি সতীর্থদের ভালোবাসা। লেভা বললেন, ‘ধাপে ধাপে এগোতে চাইছি আমি। দলে আমার দারুণ ভালো লাগছে, কারণ আমি দেখছি আমার সতীর্থরাও আমাকে বার্সায় পেয়ে খুশি।’

মৌসুমজুড়ে কাড়ি কাড়ি গোল করার স্বভাব লেভান্ডভস্কির। তবে বার্সেলোনার খেলার ধরন যে বায়ার্ন মিউনিখ থেকে আলাদা! এখানে মানিয়ে নিতে সমস্যা হবে না তো? এমন প্রশ্নের জবাবে লেভান্ডভস্কি বলেন, ‘বার্সেলোনায় মানিয়ে নিতে আমার সমস্যাই হবে না, কারণ বার্সেলোনা এমন এক দল, যারা সবসময় আক্রমণে ওঠে। আর অনেক গোল করে।’

রিয়ালের বিপক্ষে অভিষেক হলেও গোলের দেখা পাননি তিনি। তবে তাতে কোনো আফসোস নেই তার, দলের জয়েই তিনি খুশি, ‘যদিও এটা প্রীতি ম্যাচ ছিল, কিন্তু ক্ল্যাসিকো তো ক্ল্যাসিকোই। এটা সবসময়ই ভিন্ন কিছু আর স্পেশাল। দলের খেলার মান নিয়ে আমরা খুবই আনন্দিত।’

এমন ম্যাচের পর এবার সামনের দিকে তাকাচ্ছেন লেভান্ডভস্কি। তিনি বললেন, ‘আমরা সবসময়ই জেতার কথা ভাবি। এখন সামনে তাকানোর সময় আমাদের। মৌসুমটাকে অসাধারণ বানানোর বিষয়ে ভাবতে হবে এখন।’

যাযাদি/ এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে