রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কোহলির নতুন মাইলফলক

ক্রীড়া ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে’তে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

সোমবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এর মধ্যে দিয়ে ওডিআই ক্রিকেটে নিজের ১৩ হাজার পূর্ণ করলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।

এদিনে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৯৪ বল মোকাবিলা করে ১২২ রান করে অপরাজিত থাকেন। ৩টি ছয় ও ৯টি চার মেরেছেন তিনি।

এখন পর্যন্ত ২৭৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৯৩.৬০ স্ট্রাইক রেট ও ৫৭.০৮ গড়ে ১২ হাজার ৯০২ রান করেন। এর মধ্যে ৬৫টি হাফ সেঞ্চুরি ও ৪৬টি সেঞ্চুরি রয়েছে তার।

এই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে লোকেশ রাহুলও সেঞ্চুরি হাকিয়েছেন। ১০৬ বল খেলে ২টি চার ও ১২টি চারের সাহায্যে অপরাজিত ১১১ রান করেন রাহুল। আগের দিন রোববার রোহিত শর্মা ৫৬ ও শুভমান গিল ৫৮ রানে আউট হন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে