রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
walton

১২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা

যাযাদি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪০
আপডেট  : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৪

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। এর মধ্যে মোহাম্মদ সিরাজ এক ওভারেই নিয়েছেন ৪ উইকেট।

ম্যাচের প্রথম ওভারে আঘাত হেনেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলে তাকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন কুশল পেরেরা (২ বলে ০)।

চতুর্থ ওভারে মোহাম্মদ সিরাজ ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদান্ড। পাথুম নিশাঙ্কাও টিকতে পারেননি। ৪ বলে ২ করে মোহাম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজার ডাইভিং ক্যাচ হয়ে ফিরেছেন তিনি। ওই ওভারেই সিরাজ এলবিডব্লিউ করেছেন সাদিরা সামারাবিক্রমাকে (০)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১২ রান। কুশল মেন্ডিস ৫ রানে অপরাজিত আছেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস জিতেছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ভারতকে দিয়েছেন ফিল্ডিং।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে