বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টে গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এবার নিলামের আগেই ফিজকে দুঃসংবাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। তাই নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের গত মৌসুমটা ভালো কাটেনি মুস্তাফিজের। মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। যেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র একটি উইকেটই নিতে পেরেছিলেন। ছিলেন বেশ খরুচেও। ওভারপ্রতি ১১.২৯ রান করে দিয়েছিলেন তিনি।
২০১৬ সালে মুস্তাফিজকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
সেবার হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশের এই তারকার। সেবার হয়েছিল সেরা উদীয়মান ক্রিকেটার। দুই মৌসুম হায়দরবাদে থেকে ২০১৮ সালে তিনি যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে।
যার সুবাদে ২০২২ সালে মুস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি। কিন্তু দুই মৌসুম দলটিতে কাটিয়ে আবার বাইরে ছিটকে গেলেন তিনি। তাই আসন্ন আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে।
এবার আইপিএলের নিলামের আগে মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। যেখানে ৪ জন বিদেশি ও ৭ জন দেশি ক্রিকেটার। আর তাদের ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা ১৬ জন। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪ জন ও দেশি ১২ জন।
যাযাদি/ এস