নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। টিম সাউদি আর কাইল জেমিসন স্যুয়িং পেলেও তাদের লম্বা সময় আক্রমণ দেখা যায়নি। প্রথম পাঁচ ওভার পরই স্পিনারদের আক্রমণে নিয়ে আসে নিউজিল্যান্ড। ৬ষ্ঠ ওভার করতে এসেই সুযোগ তৈরি করতে থাকেন এজাজ প্যাটেল। তার বলে বারবার ভুগে অস্থিরতা দেখান মাহমুদুল হাসান জয়। একবার এলবিডবিøউ হতে হতে বেঁচে গিয়ে রান আউট থেকেও অল্পের জন্য রক্ষা পান।
তবে বেশিক্ষণ টিকতে পারেননি। জয়ের আগে অবশ্য ফিরে যান জাকির। কাভার ড্রাইভে এক চারে জাকির নিজেকে থিতু প্রমাণ দিতে পারেননি। রান বের করতে না পারায় হাঁসফাঁস করছিলেন। অস্থিরতা কাল হয়েছে তার। স্যান্টনারের বলে এগিয়ে এসে উড়াতে গিয়ে টাইমিং পাননি। মিড অনে সহজ ক্যাচ নেন কেইন উইলিয়ামসন। ২৪ বলে ৮ করে থামেন বাঁহাতি ওপেনার।
পরের ওভারেই সংগ্রামের ইতি টানেন জয়। সেই এজাজই তার হন্তারক। শর্ট লেগে লোপ্পা ক্যাচ দিয়ে ফেরেন ৪০ বলে ১৪ করে। ২৯ রানে ২ উইকেট পড়ার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়তে পারেননি মুমিনুল হক। সাবেক অধিনায়ককে উইকেটের পেছনে ক্যাচ বানান এজাজ। ১৪তম ওভারে ৪১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
যাযাদি/ এসএম