মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে রক্ষা বার্সার

যাযাদি ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১১
আপডেট  : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩

কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা হোঁচট খেয়েছে আবারও। ছয় গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে এবার তারা পয়েন্ট হারিয়েছে তালিকার তলানির দল গ্রানাডার কাছে। জোড়া গোল করে দলকে হারের হাত থেকে বাঁচিয়েছেন ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। এতে শিরোপা দৌড়ে টিকে থাকাকে আরও কঠিন করে তুলল দলটি।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। ক্যান্সেলোর ক্রস পা ছুঁয়ে গোল আদায় করে নেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে গ্রানাডা। ৪৩ মিনিটে বার্সার বক্সের ভেতরে বল পেয়ে দারুণ এক গোল করেন গ্রানাডার ডিফেন্ডার সানচেস।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় গ্রানাডা। ম্যাচের ৬০ মিনিটে বার্সার জালে বল পাঠান পেলিস্ত্রি। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বার্সা। ৬৩ মিনিটে লেভান্ডোভস্কির গোলে সমতায় ফেরে তারা। তবে এই সমতাও বার্সা ধরে রাখতে পারেনি। ৩ মিনিট পর ফের এগিয়ে যায় গ্রানাডা। ৬৬ তম মিনিটে এবার সতীর্থের ক্রসে জোরাল হেডে গোল করেন ইগনাসি মিকুয়েল। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরাতে জোর চেষ্টা করে বার্সা। শেষ পর্যন্ত ইয়ামালের গোলেই স্বস্তি ফেরে বার্সা শিবিরে। এ গোলেই শেষ পর্যন্ত হার এড়িয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।

এ ম্যাচ শেষে ২৪ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫১। অর্থাৎ সমান ম্যাচে বার্সেলোনার চেয়ে ১০ (রিয়ালের পয়েন্ট ৬১) পয়েন্টে এগিয়ে আছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। এমনকি দুইয়ে থাকা জিরোনাও বার্সার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে