সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

অপেক্ষায় বেনফিকা, শেষ আটের পথে মিলান-মার্শেই

যাযাদি ডেস্ক
  ০৯ মার্চ ২০২৪, ১১:১১
ছবি: সংগৃহীত

ইউরোপা লিগে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে দারুণ জয় পেয়েছে এসি মিলান ও মার্শেই। দু’দলই শেষ আটের পথে এক পা দিয়ে রেখেছে। তবে রেঞ্জার্সের বিপক্ষে ড্র করে দ্বিতীয় লেগের ফলের অপেক্ষায় বেনফিকা। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে স্লাভিয়া প্রাহাকে ৪-২ গোলে হারিয়েছে এসি মিলান। ভিয়ারিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মার্শেই। দিনের আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বেনফিকা ও রেঞ্জার্স। ঘরের মাঠ সান সিরোতে এদিন জয়টা সহজ ছিল না মিলানের জন্য। যদিও বল দখল কিংবা আক্রমণ সবদিক থেকে স্লাভিয়ার তুলনায় এগিয়ে ছিল তারা। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নেয় তারা। যার ৯টিই ছিল গোলমুখে। বিপরীতে স্লাভিয়ার নেওয়া ৮ শটের ২টি ছিল গোলমুখে।

এদিন ম্যাচ শুরুর ২৬তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ান ক্লাব স্লাভিয়া। ক্রিস্টিয়ান পুলিসিককে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্লাভিয়ার ডিফেন্ডার এল হাজি ম্যালিক ডিওফ। সে সুবিধা নিয়ে এর আট মিনিট পরই লিড নেয় মিলান। সতীর্থের পাস দখলে নিয়ে বক্সে খানিকটা ঢুকে রাফায়েল লিয়াও গোলের উদ্দেশ্যে শট নেন। শেষ সময়ে হেডে বল জালে জড়ান অলিভার জিরুদ। তবে মিলানকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি স্লাভিয়া। এক মিনিট পরই সমতায় ফেরে তারা। কর্নার থেকে আসা ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন মিলানের ডিফেন্ডাররা। বক্সের বাইরে বল পেয়ে জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন ডেভিড দোওদেরা।

৪৪তম মিনিটে মিলানকে আবার লিডে ফেরান তিজানি রেইন্ডার্স। কর্নার থেকে ফ্লোরেনজির পাস বক্সের বাইরে দখলে নিয়ে জোরালো শটে স্লাভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন তিজানি। এর এক মিনিট পরই সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে ব্যবধান (৩-০)তে নিয়ে যান রুবেন লফটাস-চিক। বাঁ কর্নার থেকে ফ্লোরেনজির ক্রস গোলবারের সামনে পেয়ে হেডে জালে জড়ান লফটাস-চিক।

বিরতির পর আবার লড়াইয়ে ফেরার আভাস দেয় স্লাভিয়া। ৬৫তম মিনিটে সতীর্থের ফ্রি-কিক বক্সে পেয়ে জোরালো শটে জালে জড়ান ইভান শ্লাঞ্জ। তবে ৮৫তম মিনিটে ব্যবধান বাড়িয়ে স্লাভিয়ার লড়াই থামিয়ে দেন লিয়াও। সতীর্থের পাস দখলে নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি। তাতে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।

এদিকে স্তাদে ভেলোদ্রোমে ভিয়ারিয়ালকে পাত্তাই দেয়নি ফরাসি ক্লাব মার্শেই। ম্যাচের ২৩তম মিনিটে ক্লসের পাস দখলে নিয়ে দলকে লিড এনে দেন জর্দান ভেরেতাউত। এর চার মিনিট পর দলকে বিপদে ফেলেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার ইয়েরসন মসকেরা। আত্মঘাতী গোলে দলকে পিছিয়ে দেন ২-০ ব্যবধানে। ৪২তম মিনিটে পেনাল্টি পেয়ে সফল স্পটকিকে ব্যবধান বাড়ান পিয়েরে-এমেরিক অবামেয়াং। ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটিও ঠুকেন মার্শেইয়ের এ স্ট্রাইকার। হ্যারিটের পাস থেকে ৫৯তম মিনিটে ঠিকানা খুঁজে নেন তিনি। তাতে ৪-০ ব্যবধানের বড় জয়ে ইউরোপা লিগের শেষ আটে এক পা দিয়ে রেখেছে মার্শেই।

তবে ঘরের মাঠে রেঞ্জার্সের বিপক্ষে ড্র করে দ্বিতীয় লেগের অপেক্ষায় থাকতে হচ্ছে বেনফিকাকে। এদিন বল দখলে আধিপত্য দেখালেও ঘরের মাঠে ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে বেনফিকা। দিওমান্দের পাস বেনফিকার জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন টম লরেন্স। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা পর্তুগিজ ক্লাব প্রথমার্ধের যোগ করা সময়ে সাফল্যের দেখা পায়। পেনাল্টি সুবিধা কাজে লাগিয়ে সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জেল ডি মারিয়া। তবে স্বাগতিকদের বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি ডুজন স্টার্লিং। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে বেনফিকার ডিফেন্ডারদের ব্যর্থতায় ছয় গজ দূরত্বে বল পেয়ে যান এ মিডফিল্ডার। ঠিকানা খুঁজে নিয়ে দলকে তিনি ভাসান আনন্দে। অবশ্য বিরতির পর ছন্দটা ঠিক ধরে রাখতে পারেনি রেঞ্জার্স। ৬৭তম মিনিটে কনর গোল্ডসনের আত্মঘাতী গোলে লিড হারায় তারা। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় নিয়ে মাঠ ছাড়ে দু’দল। তবে ৭০তম মিনিটে বক্সে ডি মারিয়া গোলের দারুণ সুযোগ হাতছাড়া না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বেনফিকা। আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ। মিলান ও মার্শেই কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকলেও শেষ আট নিশ্চিত করতে দ্বিতীয় লেগে জয়ের বিকল্প নেই বেনফিকার।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে