মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভারতের অ্যাপে বেটিং করে ফেঁসে গেলেন সাকিবের বোন

যাযাদি ডেস্ক
  ১০ মার্চ ২০২৪, ০৯:৪৭
বোনের সঙ্গে সাকিব আল হাসান-ফাইল ছবি

আবারো সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেট তারকা ও এমপি সাকিব আল হাসান। দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে নানা সময়ে বিভিন্ন কারণে বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। ঝড় উঠিয়েছেন সমালোচনার। তবে এবার নিজের কারণে নয়, সাকিব সমালোচনার মুখে পড়েছেন বোনের কর্মকাণ্ডে। এক বেটিং অ্যাপ মামলার তদন্তে দেখা গেছে সাকিবের বোনের নাম।

সম্প্রতি সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম উঠে এসেছে ভারতের একটি বেটিং অ্যাপ মামলার তদন্তে। ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়ে, মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতি হয়। এই ঘটনায় একটি মামলা হয় ভারতীয় আদালতে। এর তদন্ত শুরু হলে অনেকের নামই বেরিয়ে আসে। ওই তদন্তে সাকিবের বোনের নামও পাওয়া যায়।

মূলত মহাদেব বেটিং কোম্পানির সাথে যুক্ত থাকা দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানির গ্রেফতারের পরই তার নাম প্রকাশিত হয়। তদন্তকারী সংস্থা ইডি জানায়, সুরুজ বাংলাদেশে 11wicket.com নামের একটি বেটিং অ্যাপেও বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন জান্নাতুল হাসান।

এই খবর প্রকাশের পর ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। এ নিয়ে সাকিব বা তার বোন কেউ এখনো কিছু বলেননি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে