রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ১৮ মার্চ ২০২৪, ১০:১৯
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামে সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। তার আগে টসে জিতে টাইগারদের বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস।

ফর্মহীনতার কারণে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েন টাইগার ওপেনার লিটন কুমার দাস। আজ ওপেনিংয়ে লিটনের জায়গায় খেলবেন এনামুল হক বিজয়। একাদশে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। লিটনের বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পাওয়া জাকের আলীকে রাখা হয়নি একাদশে।

চোটে ছিটকে যাওয়া পেসার দিলশান মাদুশঙ্কায় জায়গায় শ্রীলঙ্কা খেলাচ্ছে স্পিনার মহেশ থিকশানাকে। শ্রীলঙ্কা দলে একটিই পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, মাহেশ থিকশানা ও লাহিরু কুমারা।

যাযাদি/ এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে