সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ২২ মার্চ ২০২৪, ০৯:৫৯
ছবি-সংগৃহিত

প্রতিদিন দখলদার ইসরাইলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। ঘর-বাড়ি, ব্যবসা-বাণিজ্য সব কেড়ে নিয়েছে তারা। লাখ লাখ ফিলিস্তিনি বাস্তহারা। এত কিছুর পরও তারা মাথা উঁচু করে দাড়াতে চায়। তার প্রমাণ আবারও দিলো বিশ্বমঞ্চে।

জানা যায় , যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের কাছেই এবার বিধ্বস্ত হলো বাংলাদেশ। কুয়েতের জাবের আল ফাহাদ স্টেডিয়ামে পাত্তাই পায়নি জামাল ভূঁইয়ার দল। বরণ করেছে ০-৫ গোলের পরাজয়! অথচ আগের চার মোকাবেলায় কখনো ২ গোলের বেশি হজম করেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার রাতে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ফিলিস্তিনের কাছে ০-৫ গোলে হেরে যায় বাংলাদেশ। ফিলিস্তিনের হয়ে হ্যাটট্রিক করেন ওদে দাবাঘ। বাকি দুই গোল এসেছে শেহাব কুনবারের পা থেকে।

কুয়েতের জাবের আল ফাহাদ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। গ্যালারির অনেকটা দখলে রেখেছিল প্রবাসী বাংলাদেশীরা। তবে বাংলাদেশের দৌড় ওই পর্যন্তই, মাঠে খেলায় ফিলিস্তিনের সাথে পেরে উঠেনি টাইগাররা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্যবধানটা ৮৬ ধাপের। ফিলিস্তিন যেখানে ৯৭তম স্থানে জামালরা সেখানে ১৮৩তম স্থানে। যদিও শুরুটা খারাপ ছিল না জামালদের। ৪২ মিনিট পর্যন্ত ফিলিস্তিনের আক্রমণ রুখে দেয়ার পাশাপাশি পাল্টা আক্রমণও তৈরি করেছিল গোলের সুযোগ। সব মিলিয়ে খেলা ছিল উপভোগ্য।

এগিয়ে যাবার বেশ কয়েকটি সুযোগ আসে। বিশেষ করে ২৭তম মিনিটে সোহেল যদি বলটা জালে জড়াতে পারতেন, গল্পটা হয়তো ভিন্নও হতে পারত! ফাহিমের পাস থেকে ভালো জায়গায় বল পেয়েও ক্রসবারের ওপরে মারেন তিনি।

এরপরেই খেই হারায় বাংলাদেশ। কিভাবে যেন তালগোল পাকিয়ে বসে সব কিছুতে। বিরতির আগে-পরে মিলিয়ে ১০ মিনিটেই ৪ গোল হজম করে টাইগাররা। ৪৩তম মিনিটে প্রথমবার লিড তুলে নেয় ফিলিস্তিন। আবু ওয়ার্দার প্রথম শট গোলরক্ষক আটকে দিলেও ফিরতি সময়ে তাজোরালো শটে জালে জড়ান দাবাঘ।

যোগ করা সময়ে ডিফেন্ডারদের ব্যর্থতায় বক্সে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন শেহাব কুনবার। তৃতীয় গোলও কুমবরের। বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁক গলে বিরতির পর প্রথম গোল এনে দেন তিনি ফিলিস্তিনকে। চতুর্থ গোলে ফের স্কোরশিটে নাম উঠে দাবাঘের। ব্যবধান হয় ৪-০।

৭৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন দাবাঘ। সেই সাথে বাংলাদেশকে দেন পঞ্চম গোল হজমের তিক্ত স্বাদ। প্রথম চেষ্টায় দাবাঘের শট ঠেকিয়েছিলেন মিতুল, কিন্তু ক্লিয়ার করতে পারেননি। ফলে ফিরতি বল পেয়ে তা জালে জড়ান দাবাঘ।

ব্যবধান আরও বড় করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ফিলিস্তিন। অন্যথায় আরো বড় লজ্জা অপেক্ষা করছিল বাংলাদেশের জন্যে।

এই হারে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে চার দলের মধ্যে তলানিতেই অবস্থান জামালদের। ৩ ম্যাচে এক ড্রয়ে তাদের পয়েন্ট ১। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লেবাননকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফিলিস্তিন। ৩ ম্যাচের সবকটিতে জয় তুলে শীর্ষে অস্ট্রেলিয়া।

আগামী ২৬ মার্চ ঘরের মাঠে দ্বিতীয় লেগে ফিলিস্তিনকে ঘরের মাঠে স্বাগত জানাবে বাংলাদেশ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে