রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
যুদ্ধাপরাধের অভিযোগ

সিরিয়ার বাশারের বিরুদ্ধে ফ্রান্সের পরোয়ানা

যাযাদি ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

রাসায়নিক অস্ত্র ব্যবহার ও যুদ্ধাপরাধের অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। বুধবার বাশারের সঙ্গে তার ভাই ও সেনাবাহিনীর দুই জেনারেলের

বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে ফরাসি বিচার বিভাগ।

২০১৩ সালে সিরিয়ায় দৌমা ও পূর্ব ঘৌতায় সহস্রাধিক মানুষ নিহত ও হাজারো আহত হয়েছিলেন। এই ঘটনায় দুটি রাসায়নিক হামলার অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করে প্যারিসের বিচারিক আদালতের মানবতা ও যুদ্ধাপরাধের অভিযোগের দায়িত্ব থাকা বিশেষায়িত ইউনিট। এই আদালতের সর্বজনীন এখতিয়ার রয়েছে। হামলায় জীবিতদের পক্ষ থেকে ফৌজদারি অভিযোগের পর ২০২১ সালের মার্চে তদন্ত শুরু হয়েছিল।

'সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন' এই অভিযোগ দায়ের করেছিল। সংস্থাটির পরিচালক মাজেন ডারবিশ বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০১৩ সালের হামলার ভুক্তভোগী, তাদের পরিবার এবং বেঁচে যাওয়াদের জন্য একটি নতুন বিজয়।

এই আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানায় আসাদ ছাড়াও রয়েছেন তার ভাই ডিভিশন কমান্ডার মাহের আসাদ। তাছাড়া সিরীয় সেনাবাহিনীর দুই জেনারেল গাসান আব্বাস ও বাসাম আল-হাসান। সংবাদসূত্র : রয়টার্স, এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে