রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিদেশি এক ইঞ্চি জমিও দখল করেনি চীন

যাযাদি ডেস্ক
  ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০
প্রেসিডেন্ট শি জিনপিং

চীন এক ইঞ্চি বিদেশি ভূখন্ডও দখল করেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তার দাবি, গত ৭০ বছরে বা তারও বেশি সময়ে চীন 'কোনো সংঘাত বা যুদ্ধের উসকানি দেয়নি বা বিদেশি এক ইঞ্চি জমিও দখল করেনি'। বৃহস্পতিবার আমেরিকায় এক নৈশভোজের অনুষ্ঠানে জিনপিং

এই দাবি করেন।

আমেরিকায় 'এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন' (এপিইসি) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে একটি নৈশভোজে অংশ নিয়ে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট জিনপিং।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠক হয়। গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো সামনাসামনি অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতা উত্তেজনা কমানোর অঙ্গীকার করেন।

এই নৈশভোজ আয়োজন করে 'ইউএস-চায়না বিজনেস কাউন্সিল' এবং 'ন্যাশনাল কমিটি অন ইউএস-চায়না রিলেশনস'। এই অনুষ্ঠানে শি জিনপিংয়ের করা মন্তব্যগুলো বেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব মন্তব্যে চীনের কঠোর ব্যবসায়িক তদারকি এবং দ্বিপক্ষীয় উত্তেজনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

নৈশভোজের অনুষ্ঠানে শি জিনপিং দাবি করেন, 'চীনা গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পর থেকে গত ৭০ বছর বা তারও বেশি সময় ধরে চীন কোনো সংঘাত বা যুদ্ধের প্ররোচনা দেয়নি বা বিদেশি এক ইঞ্চি জমিও দখল করেনি।'

এর আগে বেশ কয়েক মাস ধরে নেওয়া পরিকল্পনা ও প্রস্তুতির পর গত বুধবার সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠক করেন শি জিনপিং ও জো বাইডেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট বাইডেন।

বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের 'রিডআউটে' বলা হয়েছে, 'প্রেসিডেন্ট বাইডেন মানবাধিকারের সর্বজনিনতা এবং সব দেশের আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রম্নতিকে সম্মান করার দায়িত্বের ওপর জোর দিয়েছেন। তিনি জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।'

এদিকে, এই বৈঠক শেষে শি জিনপিংকে আবারও 'স্বৈরশাসক' বলেছেন জো বাইডেন। অবশ্য শি জিনপিংকে গত জুন মাসেও একবার স্বৈরশাসক আখ্যা দিয়েছিলেন বাইডেন। সংবাদসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে